(বাঁ দিকে) অলোক নাথ। শ্রেয়স তলপড়ে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
বিপাকে বলিউডের দুই অভিনেতা অলোক নাথ এবং শ্রেয়স তলপড়ে। তাঁদের বিরুদ্ধে হরিয়ানার মুরথল থানায় অভিয়োগ দায়ের হয়েছে। জানা যাচ্ছে, দুই অভিনেতার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করা হয়েছে।
জানা গিয়েছে, জানুয়ারির ২২ তারিখে মোট ১৩ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে, যার মধ্যে অলোক এবং শ্রেয়সের নাম রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬ (২), ৩১৮ (২) এবং ৩১৮ (৪) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোনিপতের বাসিন্দা বিপুল অন্টিল একটি হিউম্যান ক্রেডিট ওয়েলফেয়ার কমিটির কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ জানিয়েছেন। বলা হয়েছে, ওই সংস্থা সাধারণ মানুষকে লোভ দেখিয়ে তাঁদের সংস্থায় বিনিয়োগ করতে বলে। ফিক্সড ডিপোজ়িটের টাকাও কম সময়ে দ্বিগুণ হবে বলে তারা দাবি করে। কিন্তু সংস্থা তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে।
মুরথল থানার তরফে অজিত সিংহ বলেন, ‘‘মূল অভিযোগ সংস্থার বিরুদ্ধে। তারা মানুষকে লোভ দেখিয়ে বিনিয়োগের ফাঁদে ফেলেছে। এই ঘটনায় অলোক নাথ এবং শ্রেয়স তলপড়ের ভূমিকা তদন্ত করে দেখা হবে।’’ পুলিশ জানতে পেরেছে, সংস্থার সদর দফতর হরিয়ানায়। সারা দেশে তাদের প্রায় ২৫০টি শাখা রয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, তিনি এই সংস্থায় ৩৩ লক্ষ টাকা জমা দেন। সেই টাকা তিনি ফেরত পেতে চান। কিন্তু এখন সংস্থার কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে।