Tridha choudhury

বরুণের সঙ্গে 'কুলি নম্বর১' গানে নেচে উঠলেন ত্রিধা, ভিডিয়ো ভাইরাল

পাঁচ তারা রেস্তোরার ডাইনিংয়ে ত্রিধা। সিক্যুইনের কাজ করা সমুদ্র সবুজ লেহেঙ্গা-চোলি রূপ খুলে দিয়েছে তাঁর। খোলা চুলে, হাল্কা গয়নায় সেজে ওঠা অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানোই দায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১৫:২২
Share:

পাঁচ তারা রেস্তোরার ডাইনিংয়ে ত্রিধা। সিক্যুইনের কাজ করা সমুদ্র সবুজ লেহেঙ্গা-চোলি রূপ খুলে দিয়েছে তাঁর। খোলা চুলে, হাল্কা গয়নায় সেজে ওঠা অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানোই দায়।

বছরের শেষে সিঙ্গল থেকে মিঙ্গল করতে চাইছেন ত্রিধা চৌধুরী? কার সঙ্গে? সে গপ্পো ফাঁস করেননি। শুধু লাজুক ভঙ্গিতে গানে গানে জানিয়েছেন, ‘হট যা সামনে সে, মেরি আঁখিয়া লড়ি হ্যায়’।

Advertisement

ভাল সাড়াও পেয়েছেন নেট পাড়া থেকে। গান শুনেই সবাই বুঝেছেন ডেভিড ধাওয়ানের সিক্যুয়েল ‘কুলি নম্বর ১’-এর প্রেমে মজেছেন ত্রিধা। ইতিমধ্যেই ছবির পোস্টার, প্রোমো, ট্রেলার হটকেক। ইউটিউবে মুক্তি পেতেই দেখেছেন লক্ষ লক্ষ ভিউয়ার্স। সেই ছবিরই জনপ্রিয় একটি গানে তাঁর ‘জলবা’ দেখালেন ত্রিধা চৌধুরী। সারা আলি খানকে গুনে গুনে গোল দিলেন তিনি? নেটাগরিকরা আপাতত মত্ত ত্রিধার ভিডিয়ো নিয়ে।

Advertisement

A post shared by Tridha Choudhury (@tridhac)

পাঁচ তারা রেস্তোরার ডাইনিংয়ে ত্রিধা। সিক্যুইনের কাজ করা সমুদ্র সবুজ লেহেঙ্গা-চোলি রূপ খুলে দিয়েছে তাঁর। খোলা চুলে, হাল্কা গয়নায় সেজে ওঠা অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানোই দায়। রেস্তোরাঁও শীত উৎসবের জন্য সেজে উঠেছে নানা আকারের গোলাপি-লাল হার্ট বেলুনে। অদূরে বসে প্রেমে মত্ত এক যুগল।

এমন পরিবেশে ত্রিধা বসতেই ব্যাকগ্রাউন্ডে নেহা কক্করের গাওয়া ‘তেরি ভাবি’ গান। যে গানে কুলির ড্রেসে নাচ জমিয়ে দিয়েছেন বরুণ। স্টাইলে যেন অবিকল গোবিন্দা। তাঁর সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন সারা। দৃশ্যে তাঁর পরনেও সিক্যুয়েনের লেহেঙ্গা-চোলি। ২ ডিসেম্বর ইউটিউবে গান মুক্তি পাওয়ার পরেই মাত্র দু’দিনে ভিউয়ার্স ৯৫ হাজার।

আরও পড়ুন: দিলজিৎ-কে কর্ণ জোহরের ‘পোষ্য’ বলে অপমান করলেন কঙ্গনা

এদিকে, করোনার সঙ্গে কী ভাবে লড়াই করতে হবে, তা নিয়ে তৈরি এক মিউজ়িক ভিডিয়োর শ্যুটিং করতে সম্প্রতি মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন ত্রিধা। তাঁর এই আসা এবং কাজ নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। যদিও বুদ্ধির সঙ্গেই সমস্ত পরিস্থিতি সামলান তিনি।

আরও পড়ুন: সামনেই বিয়ে, ‘ভয়ঙ্কর অগোছালো’ কেন দেবলীনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement