Sushant Singh rajput

সুশান্তের মূর্তি বানালেন সুশান্ত

মহিশীলার বাসিন্দা সুশান্তবাবুর বাসভবন লাগোয়া তাঁর নিজস্ব সংগ্রহশালায় রাখা সুশান্ত সিংহ রাজপুতের মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০০:১০
Share:

মহিশীলায় শিল্পীর নিজস্ব সংগ্রহশালায়। নিজস্ব চিত্র

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পূর্ণাবয়ব মোমের মূর্তি তৈরি করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। মহিশীলার বাসিন্দা সুশান্তবাবুর বাসভবন লাগোয়া তাঁর নিজস্ব সংগ্রহশালায় রাখা সুশান্ত সিংহ রাজপুতের মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। ভাস্কর বলেন, ‘‘সুশান্তের মতো এক জন শিল্পী অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁর মূর্তি তৈরি করলাম।’’ ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তনী, শিল্পী সুশান্তবাবু জানান, মূর্তিটি তিনি তাঁর নিজস্ব সংগ্রহশালাতেই রেখে দেবেন।

Advertisement

ইতিমধ্যেই তাঁর সংগ্রহশালায় রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহালি-সহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি। সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাঁকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু। পাশাপাশি, কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement