Ritabhari Chakraborty

ফের মানবিক ঋতাভরী, ‘বন্ধু’ রাহুলকে নিয়ে ১০০ প্রবীণ নাগরিকের টিকার ব্যবস্থা করলেন

‘বিশেষ বন্ধু’ রাহুল দাশগুপ্তকে নিয়ে শনিবার ঋতাভরী চক্রবর্তী শহরের এক বেসরকারি হাসপাতালে ১০০ দুঃস্থ প্রবীণ নাগরিকের কোভিড টিকাদানের ব্যবস্থা করলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৯:৫২
Share:

ঋতাভরী চক্রবর্তী।

তাঁর নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। প্রায়ই মূক-বধির শিশুদের পাশে তাঁকে পাওয়া যায়। এ বার তিনি এলাকার প্রবীণ নাগরিকদের সঙ্গী। বন্ধু রাহুল দাশগুপ্তকে নিয়ে শনিবার ঋতাভরী চক্রবর্তী শহরের এক বেসরকারি হাসপাতালে ১০০ দুঃস্থ প্রবীণ নাগরিকের কোভিড টিকাদানের ব্যবস্থা করলেন।

দেশজুড়ে ক্রমশ বাড়ছে অতিমারির দ্বিতীয় পর্যায়। যার ঢেউ আছড়ে পড়েছে বাংলায়, শহর কলকাতাতেও। করোনা ঠেকাতে সারা দেশে তাই টিকাকরণ চলছে। এমন পরিস্থিতিতে আরও একবার ‘মানবিক’ অভিনেত্রী। বিশেষ পদক্ষেপের ছোট্ট মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

ভিডিয়ো বলছে, বন্ধুকে নিয়ে মুখে মাস্ক পরে ঋতাভরী নিজে দাঁড়িয়ে আয়োজনের তদারকি করেছেন। হাসপাতালে স্থানীয় এলাকা দত্তাবাদের নানা বয়সের ১০০ জন প্রবীণ নাগরিকের ভিড়। প্রত্যেককেই যত্ন নিয়ে টিকা দেওয়া হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে স্বীকার করেছেন, রাহুলের পাশাপাশি মা শতরূপা সান্যাল না থাকলে এত বড় কাজ করে উঠতে পারতেন না তিনি। ধন্যবাদ জানিয়েছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও।

Advertisement


অভিনেত্রী এবং তাঁর বন্ধুর এই দরদি পদক্ষেপ শুভেচ্ছা কুড়িয়েছে অসংখ্য নেটাগরিকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement