এক হাফিজের ভয়ে আত্মগোপন অন্য হাফিজের!

শাহনওয়াজ প্রধান এখন আন্ডারগ্রাউন্ড। নিরাপত্তার কারণেই তাঁর এই গোপন বাস। কিন্তু কে এই শাহনওয়াজ? কোনও জঙ্গি নেতা? কেন তাঁর গোপনে থাকা জায়গা করে নিল শিরোনামে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ১২:৫৬
Share:

শাহনওয়াজ প্রধান এখন আন্ডারগ্রাউন্ড। নিরাপত্তার কারণেই তাঁর এই গোপন বাস। কিন্তু কে এই শাহনওয়াজ? কোনও জঙ্গি নেতা? কেন তাঁর গোপনে থাকা জায়গা করে নিল শিরোনামে? ঠিকই ধরেছেন, শাহনওয়াজ জঙ্গি নেতাই বটে। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। কিন্তু আন্ডারগ্রাউন্ডে যেতে হল রিয়েল লাইফেই।

Advertisement

শুক্রবার মুক্তি পেল সইফ আলি খান এবং ক্যাটরিনা কইফ অভিনীত ‘ফ্যান্টম’। আর সেখানেই জঙ্গি নেতা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের ভূমিকায় অভিনয় করেছেন শাহনওয়াজ। তাতেই এই অভিনেতার জীবন এখন সঙ্কটে। কবীর খান পরিচালিত এই ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে মূলত হাফিজের আপত্তিতেই। ছবিটি নিষিদ্ধ করার জন্য লাহৌর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই জঙ্গি নেতা। কারণ, ছবির চিত্রনাট্য এগিয়েছে ২৬/১১ মুম্বই হামলার ওপর ভিত্তি করে। যে মামলায় মূল অভিযুক্ত হাফিজ সইদ। ‘ফ্যান্টম’ ইউনিটের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘আমাদের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ অভিনেতাদের নিরাপত্তা। সে কারণেই আপাতত গোপন আস্তানায় পাঠিয়ে দেওয়া হয়েছে শাহনওয়াজকে।’’

পাকিস্তানে ‘ফ্যান্টম’-এর মুক্তি নিয়ে যে সমস্যা হবে, তা আগেই আঁচ করতে পেরেছিলেন ছবির অভিনেত্রী ক্যাটরিনা কইফ। তবে তাঁর মতে, ছবিতে পাকিস্তানকে হেয় করা হয়নি। তিনি বলেছেন, ‘‘হতে পারে ছবির খলনায়ক পাকিস্তানে থাকেন। কিন্তু একজন ব্যক্তি খারাপ বলে গোটা দেশটাই খারাপ, এমন ধারণা অর্থহীন।’’ ক্যাটরিনার দাবি, নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই ছবিটি তৈরি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement