tollywood

২ গোলে ডার্বি জয় মোহনবাগানের, নেচে আসর জমালেন নীল

‘সৌদামিণীর সংসার’, ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের অভিনেতা নীল মনেপ্রাণে মোহনবাগান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৭:৫৪
Share:

অভিনেতা নীল চট্টোপাধ্যায়। কাঁধে সবুজ-মেরুন পতাকা।

উত্তেজনার অবসান। ২ গোলে আইএস লিগ জয় মোহনবাগানের। দল জিততেই বাঁধা ভাঙা উল্লাসে তুমুল নেচেছেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়। কাঁধে সবুজ-মেরুন পতাকা। গায়ে জার্সি। বাড়ির জানলার পর্দাও মেরুন! শ্যুটিং ফেলে বাড়িতে বসে খেলা দেখেছেন, ভিডিয়োয় তা স্পষ্ট। সেই নাচ দেখে কোমর দুলেছে অনেক মোহনবাগানীয় নেটাগরিকেরই।

Advertisement

‘সৌদামিণীর সংসার’, ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের অভিনেতা নীল মনেপ্রাণে মোহনবাগান। তার প্রমাণ মিলেছে আইএসএল-এর প্রোমো ভিডিয়ো সোশ্যাল পাড়ায় ভাইরাল হতেই। প্রোমোয় দেখানো মোহনবাগান সম্বন্ধীয় ভুল তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

সেই ভুলের কি মধুর প্রতিশোধ নিল দল? নীলকে ফোনে পাওয়া যায়নি। তবে ভিডিয়োয় তাঁর বডি সমর্থন করছে এই মত। গানের ভাষাতেও সেই কথা স্পষ্ট, ‘চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান।’

Advertisement

আরও পড়ুন: শর্বরীদি যেখানেই থাকুন আমার বিয়ের সময় ওঁর তৈরি ধুতি-পাঞ্জাবি হাজির হয়ে যাবে নিশ্চয়: বিক্রম

আরও পড়ুন: সেন্সরের কাঁচি, ‘ইন্দু কি জওয়ানি’ থেকে বাদ দিল্লিতে নারী নিগ্রহের উপর সংলাপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement