hugh jackman

Hugh Jackman: রেহাই নেই হিউয়েরও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন অভিনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ০৭:১৯
Share:

হিউ

অভিনেতা হিউ জ্যাকম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন অভিনেতা। তাঁর সামান্য সর্দি ও গলাব্যথা ছাড়া আর কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন হিউ। সম্প্রতি অভিনেতা ব্যস্ত ছিলেন তাঁর ব্রডওয়ে শো ‘দ্য মিউজ়িক ম্যান’ নিয়ে। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ার ফলে এখন বেশ কিছু দিন শো বন্ধ রাখা হবে। সোশ্যাল মিডিয়ায় হিউ লিখেছেন, ‘‘বছরশেষের শো এবং জানুয়ারি মাসের সব শো বাতিল করা হচ্ছে। তবে আমরা খুব শিগগিরই ফিরব।’’

Advertisement

ওই ব্রডওয়ে মিউজ়িক্যাল শোয়ে হিউয়ের সহ-অভিনেতা সুটন ফস্টার কোভিড পজ়িটিভ হয়েছেন। তার পরেই অন্যান্যরা কোভিড পরীক্ষা করান। সেই টেস্টেই জানা যায়, হিউ নিজেও করোনায় আক্রান্ত। অভিনেতা আপাতত নিজের বাড়িতে কোয়রান্টিনে রয়েছেন। অভিনেতার সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে ভক্তদের আরোগ্য কামনার পোস্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement