Gourab Chatterjee

দেবাশিস-দেবযানী শান্তিনিকেতনে, শ্বশুরবাড়িতেই জমজমাট খ্রিস্টোৎসবে দেবলীনা

গত তিন বছর তাঁরা বড়দিন কাটিয়েছেন ‘যুগল’ রূপে। চলতি বছরে একই উৎসব তাঁরা উদযাপন করলেন নবদম্পতি হিসেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১২:২৬
Share:

গৌরব-দেবলীনা।

মেয়ের বিয়ে দিয়ে ঝাড়া হাত-পা মেয়র পারিষদ দেবাশিস কুমার আর তাঁর স্ত্রী দেবযানী কুমার। কয়েকটা দিন নিজেদের মতো করে কাটাবেন বলে তাঁরা শান্তিনিকেতনে।

২০২০-র বড়দিন কি তাহলে শ্বশুরবাড়িতেই পালন করলেন দেবলীনা কুমার?

দেবযানী জানালেন, মেয়ে-জামাই সম্ভবত শিল্পী অনীক ধরের বাড়িতে কাটিয়েছে বড়দিন। সেখানেই হাসি-মজা, হইচই, খাওয়া-দাওয়ায় কেটে গিয়েছে গোটা একটা দিন। গৌরব-দেবলীনার কোলে চেপে ঘুরেছে অনীকের মেয়ে।

অতিমারির ভয়ে চলতি বছরের অনেক গুলো দিন কেটেছে গৃহবন্দি হয়ে। সংক্রমণ ঠেকাতে দূরে থেকেছেন কাজের থেকেও। ‘সব ভাল যার শেষ ভাল’র মতোই বছরশেষের মাসগুলো খুশির হাওয়া বয়ে এনেছে দেবলানীর জীবনে। নভেম্বরে ব্যস্ত ছিলেন দার্জিলিংয়ে। রাজর্ষি দে-র ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির আউটডোর শ্যুটিংয়ে। কাজ শেষ করেই ৯ ডিসেম্বর বসে পড়েন বিয়ের পিঁড়িতে।

Advertisement

A post shared by Devlina Kumar (@devlinakumar)

তিন ধর্মমতে বিয়ে, মধুচন্দ্রিমা সেরে অবশেষে থিতু গৌরব-দেবলীনা। কিন্তু উৎসবের মরসুম যে ফুরোয়নি! গত তিন বছর তাঁরা বড়দিন কাটিয়েছেন ‘যুগল’ রূপে। চলতি বছরে একই উৎসব তাঁরা উদযাপন করলেন নবদম্পতি হিসেবে। আনন্দে মেতে উঠতে অনীক বাড়ির বারান্দায় সুন্দর করে সাজিয়েছিলেন ক্রিসমাস ট্রি। সেখানেই সুন্দর করে সাজিয়েছিলেন ক্রিসমাস ট্রি। গাছের চারপাশ ঘিরে সান্তাক্লজ, মিকি মাউজ, রং-বেরঙের বেলুন, তারা, সোনালি-রুপোলি জরির ফিতে।

গৌরব-দেবলীনার পরনেও এ দিন ওয়েস্টার্ন ড্রেস। গৌরব হ্যান্ডসাম মাল্টিকালার্ড সোয়াটারে। দেবলীনা স্মার্ট শর্ট ড্রেস, কালো জ্যাকেটে। দু’জনের মুখে-চোখেই জড়ানো সুখী দাম্পত্যের তৃপ্তি।

Advertisement

আরও পড়ুন: ‘জগ্গা জাসুস’ থেকে কেন মুছে দেওয়া হয়েছিল গোবিন্দর দৃশ্য, মুখ খুললেন অনুরাগ

বড়দিনে রবীন্দ্রনাথের গানে মিমি লিখলেন তাঁর নতুন প্রেমকাব্য​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement