Fardeen Khan

‘দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থেকেছি, এখন আক্ষেপ হয়’, কেন এমন বললেন ফরদিন খান?

জীবনের কঠিন সময় গিয়েছে, ফরদিন বলেছেন, ‘‘বাবাকে হারানোর পরে আমার একটু সময়ের দরকার ছিল। ব্যক্তিগত স্তরে এটা খুবই কঠিন সময় ছিল। এ ছাড়াও আরও কিছু সমস্যা ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৪ ১৯:২৩
Share:

ফরদিন খান ছবি-সংগৃহীত।

অভিনয়ে ফিরেছেন ফরদিন খান। এক সময়ে বলিউডের ‘হার্টথ্রব’ ছিলেন। কিন্তু সেই ধারা বজায় রাখতে পারেননি। দূরে চলে গিয়েছিলেন রুপোলি জগৎ থেকে। ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ে প্রত্যাবর্তন করেছেন।

Advertisement

বাবা ফিরোজ় খানের মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছিলেন ফরদিন। আর তার পর থেকেই খারাপ সময় গ্রাস করেছিল তাঁকে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন ফরদিন। এমনকী সন্তান জন্মের সময়ও নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি ও তাঁর স্ত্রী।

জীবনের কঠিন সময় নিয়ে ফরদিন বলেছেন, ‘‘বাবাকে হারানোর পরে আমার একটু সময়ের দরকার ছিল। ব্যক্তিগত স্তরে এটা খুবই কঠিন সময় ছিল। এ ছাড়াও আরও কিছু সমস্যা ছিল।’’

Advertisement

ফরদিন জানান, সন্তান জন্মের জন্য তাঁদের আইভিএফ পদ্ধতির সাহায্য নিতে হয়েছিল। অভিনেতার কথায়, ‘‘কিছু সমস্যা ছিল, তাই সন্তানের জন্মের সময়ও বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।”

ফরদিন ভেবেছিলেন, বছর খানেকের বিষয়। তার পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল। তিনি বলেন, ‘‘আমি ভেবেছিলাম, বছর খানেক পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি। তবে, যখন আমার মেয়ে জন্ম নিল, মুহূর্তে আমার মন ভাল হয়ে গিয়েছিল। ভাবলাম, এ বার মেয়ের সঙ্গে সময় কাটানো যাবে।’’

মেয়ের সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন বলে জানান ফরদিন। কিন্তু বর্তমানে তাঁর আক্ষেপ হয় যে, অতটা সময় কাজ থেকে দূরে না থাকলেই ভাল হত। তিনি বলেন, ‘‘আমি ভাগ্যবান যে আমি কাজ না করে সেই সময়টা মেয়ের সঙ্গে কাটাতে পেরেছি। আমি অত ভেবে কিছুই করিনি। কিন্তু এখন মনে হয়, কাজ থেকে এত লম্বা বিরতি না নিলেই ভাল হত। সত্যিই আক্ষেপ হয়।’’

‘হীরামন্ডি’র পর থেকে একাধিক কাজ রয়েছে ফরদিনের হাতে। অক্ষয় কুমার, তাপসী পন্নু অভিনীত ‘খেল খেল মে’ ছবিতে অভিনয় করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement