পরিচালক নীরজ ভোরা
চলে গেলেন পরিচালক-অভিনেতা-চিত্রনাট্যকার নীরজ ভোরা। বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ের জুহুর একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হন নীরজ। এর পরই কোমায় চলে যান তিনি। তার পর থেকেই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতে চিকিত্সা চলছিল তাঁর। বুধবার রাত থেকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’, ‘বাদশা’, ‘মস্ত’, ‘রঙ্গিলা’, ‘পুকার’, ‘ধড়কন’, ‘কম্পানি’, ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৯৫-এ আমির খান অভিনীত ‘রঙ্গিলা’ ছবিতে অভিনয়ের পাশাপাশি তাঁর লেখা ডায়লগ মুগ্ধ করে দর্শককে। এর পর ২০০০ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি ‘হেরাফেরি’ ছবির চিত্রনাট্য তাঁরই লেখা। ছবিটির বিভিন্ন সংলাপ, দৃশ্য আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁর পরিচালনায় ‘ফির হেরাফেরি’, ‘খিলাড়ি ৪২০’র বাণিজ্যিক ভাবেও বেশ সাফল্য পেয়েছিল।
আরও পড়ুন: শশীকে চিরবিদায়, অমিতাভ, শাহরুখ-সহ উপস্থিত অনেকেই
বৃহস্পতিবার সকালে নীরজ ভোরার মৃত্যুর খবর জানান পরিচালক অশোক পণ্ডিত। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বি-টাউন।