Welcome 2025

বিদায় ২০২৪, নতুন হয়ে ফিরছি! গত ৫ বছরের কোন অভ্যাস ত্যাগ করছেন অল্লু অর্জুন?

নতুন বছরের আগে অনেকেই অনেক কিছু ভাবেন, করার চেষ্টা করেন। ক’জন সফল হন? অল্লু অর্জুন হচ্ছেন। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪
Share:

কথা রাখছেন অল্লু অর্জুন? ছবি: ফেসবুক।

‘পুষ্পা’ও নাকি ঝুঁকছেন! তা-ও আবার একরত্তি এক মেয়ের কাছে। যার জেরে নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন তিনি।

Advertisement

পুরনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকে অনেক রকম ভাবে করে থাকেন। বিগত বছরে যা যা অভাব রয়ে গিয়েছে, তা পূরণের স্বপ্ন দেখেন। নেতিবাচকতা সরিয়ে ইতিবাচকতার পাল্লা ভারী করতে চান। খুব কম সংখ্যক মানুষ সে সব পূরণ করতে পারেন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন। অল্লু অর্জুনও নাকি একটি প্রতিজ্ঞা করেছিলেন। না, বছরশেষের আগে নয়। ডিসেম্বরের শুরুতে। ‘পুষ্পা ২’ মুক্তির পরেই।

কী সেই প্রতিজ্ঞা? পর্দার ‘পুষ্পা’ জানিয়েছিলেন, ছবির কারণে মুখ দাড়িগোঁফের জঙ্গল। যা তাঁর কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে! ছবিমুক্তির পর সে কথা জানিয়ে নায়ক বলেছিলেন, “দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এ বার এ গুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না।” বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। পাঁচ বছর ধরে যত্নে লালিত দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন।

Advertisement

এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনাতেই মশগুল সবাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement