অভিষেক।
প্রযোজক দীনেশ ভিজানের পরবর্তী ছবি ‘দাসভি’র মুখ্য ভূমিকায় থাকছেন অভিষেক বচ্চন। শোনা যাচ্ছে, তিনি ছবির চুক্তিপত্রে সইও করেছেন। পলিটিক্যাল-কমেডি জ়ঁরের এই ছবিতে একজন দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিষেককে। অন্য দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নিমরত কউর ও ইয়ামি গৌতম। ছবির গল্প অনুযায়ী, নিরক্ষর এই রাজনীতিবিদের সশ্রম কারাদণ্ড হয়। সেখানে শ্রম এড়ানোর জন্য সে দশম ক্লাসের বোর্ডের পরীক্ষায় বসবে বলে ঠিক করে। সংশোধনাগারেই শুরু হয় তার পড়াশোনা। সেখানে কঠোর জেলারের ভূমিকায় থাকবেন ইয়ামি গৌতম। আর অভিষেকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নিমরত কউরকে। শুটিং শুরু হওয়ার কথা ছিল এ বছরের জুন মাস থেকে। অতিমারির কারণে তা পিছিয়ে গিয়েছে পরের বছর। তবে ২০২১-এর গোড়ার দিকেই শুরু হয়ে যাবে শুটিং। এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি হবে তুষার জলোটার।