Anurag Basu

ভালবাসার অত্যাচার!

অভিষেক বচ্চনকে নিয়ে কলকাতায় ছবির শুটিং করতে আসার অভিজ্ঞতা শেয়ার করলেন অনুরাগ বসু।নভেম্বরে নেটফ্লিক্সে প্রিমিয়ার হচ্ছে ‘লুডো’র। অভিষেক ছাড়াও ছবিতে রয়েছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কপূর, ফতিমা সানা শেখ প্রমুখ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৫:৩৫
Share:

অভিষেক ও অনুরাগ।

সম্প্রতি বলিউডের অনেক ছবির শুটিংই কলকাতায় হয়েছে। তবে ‘লুডো’র টিমের মতো বিড়ম্বনায় বোধহয় কাউকে পড়তে হয়নি। পরিচালক অনুরাগ বসু এর আগে ‘বরফি’র শুটিং করেছিলেন কলকাতায়। ‘লুডো’ ছবিতে অভিষেক বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ শুটের জন্য এই শহরকে বেছেছিলেন অনুরাগ। কিন্তু অভিষেক যে কলকাতায় কতটা জনপ্রিয়, তা বোধহয় আঁচ করতে পারেননি তিনি। অনুরাগ বলছিলেন, ‘‘লোকেশনে গিয়ে দেখছি, উৎসাহী জনতার ভিড়। অভিষেককে দেখা মাত্র কী চিৎকার তাঁদের! সকলে ওকে ‘নাতি’ বলে ডাকছিল।’’ মা জয়া বচ্চনের সূত্রে অভিষেককে নিয়ে বাঙালিদের মনে আলাদা একটা জায়গা রয়েছে। অভিনেতা এর আগে কলকাতায় শুটিং তো করেছেনই, বাংলা ছবিও করেছেন। তবে জনতার ভালবাসার অত্যাচারে গত বছর ভেস্তে গিয়েছিল ‘লুডো’র শুটিং। অনুরাগের কথায়, ‘‘আমরা তিন দিন অপেক্ষা করেছিলাম। কিন্তু প্রত্যেক দিনই অভিষেক লোকেশনে পা রাখা মাত্র উৎসাহী জনতা একই রকম আবেগ দেখিয়েছেন। আমরা বাধ্য হয়ে প্যাকআপ করে ফিরে আসি।’’

Advertisement

নভেম্বরে নেটফ্লিক্সে প্রিমিয়ার হচ্ছে ‘লুডো’র। অভিষেক ছাড়াও ছবিতে রয়েছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কপূর, ফতিমা সানা শেখ প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement