aamir khan

Aamir Khan's daughter Ira: আমির-কিরণ বিচ্ছেদের বিতর্কের মাঝেই কেনাকাটায় ইরা ও তাঁর প্রেমিক, ভিডিয়োয় কটাক্ষ

বাবার তৃতীয় বিয়ের জন্য নাচের অনুশীল নিতে গিয়েছিলেন: ট্রোলের মুখে ইরা খান

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৭:০৩
Share:

আমির-কিরণ এবং ইরা-নূপুর

খ্যাতির থেকে শত হস্ত দূরে থাকতে পছন্দ করেন আমির-কন্যা ইরা খান। কেবল ইনস্টাগ্রামে নিজের জীবনের ছোটখাটো মুহূর্ত এবং প্রেমিক নূপুর শিখারের সঙ্গে ছবিও ভিডিয়ো দিতে ভালবাসেন ইরা। সমাজের অন্যায়ের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। কিন্তু আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদের ঘোষণার পরে তাঁকেও কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে। আমিরকে না পেয়ে ইরার ছবি বা ভিডিয়োর তলায় কুৎসিত মন্তব্য করছেন নেটাগরিকরা।

Advertisement

মঙ্গলবার পাপারাৎজিদের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, নীল রঙের ঝুলের স্কার্ট এবং সাদা ছোট টপ পরে প্রেমিক নূপুরের হাত ধরে বান্দ্রার রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। অন্য হাতে কেনাকাটি করার ঝোলা।

ভিডিয়ো পোস্ট হতেই ইরাকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন নেটাগরিকরা। কেউ বললেন, ‘বাবার তৃতীয় বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ শিখতে গিয়েছিলেন ইরা।’ কেউ জানতে চাইলেন, ‘এগুলো এদের কাছে এত সাধারণ ব্যাপার?’ কেনাকাটি করা থেকে শুরু করে লম্বা স্কার্ট নিয়ে কটাক্ষ, সবই চলছে ভিডিয়োর তলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement