Nikhil Jain

Nikhil and Tridha: ত্রিধার সম্পর্কে আনন্দবাজার অনলাইনে প্রথম মুখ খুললেন নুসরতের প্রাক্তন স্বামী নিখিল

আনন্দ কি শুধুই খুড়তুতো বোনের বিয়ের জন্য? মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন নিখিলের বান্ধবী অভিনেত্রী ত্রিধা চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৩:০০
Share:

ত্রিধা এবং নিখিল

মঙ্গলবার খুব ব্যস্ত ছিলেন তিনি। আনন্দবাজার অনলাইন নিখিল জৈনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি সারা দিন। মধ্য রাতে নিজেই ফোন করেন তিনি। খুড়তুতো বোনের বিয়ের জন্য তাঁর পরিবারে এখন খুশির হাওয়া। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ‘লুঙ্গি ডান্স’, সব কিছুতেই মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে নিখিলকে। নুসরত জহানের প্রাক্তন স্বামীর কথায়, ‘‘অনেক দিন বাদে পরিবারের সকলের সঙ্গে ভীষণ আনন্দ করে সময় কাটিয়েছি।’’

Advertisement

আনন্দ কি শুধুই খুড়তুতো বোনের বিয়ের জন্য? মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন নিখিলের বান্ধবী অভিনেত্রী ত্রিধা চৌধুরী। প্রশ্নটা করতেই সপ্রতিভ নিখিল বললেন, ‘‘ত্রিধা আমার স্কুলের জুনিয়র। খুব ভাল বন্ধু আমরা। ও মুম্বই থেকে কলকাতায় এলে দেখা করি। পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলে তো ভালই লাগবে।’’

ত্রিধা চৌধুরী

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ত্রিধা বলেছিলেন, ‘‘আমি নিখিলকে আশ্বস্ত করেছি, ও এই কঠিন সময়টা খুব দৃঢ়তার সঙ্গে পেরিয়ে যাবে।’’

Advertisement

ত্রিধার এই বক্তব্য নিয়ে নিখিলকে প্রশ্ন করা হলে, তিনি বললেন, ‘‘ত্রিধা একদম ঠিকই বলেছে। দেখুন, ত্রিধার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে চার দিকে নানা কথা বলা হচ্ছে। আমি যদি ত্রিধাকে ‘ডেট’ করতাম, তা হলে সেটা সকলকে জানিয়েই করতাম, এতে লুকোছাপার কিছু নেই।’’ নিখিল আরও জানান, ত্রিধা এবং তিনি বন্ধু হিসেবেই কফি খেতে গিয়েছিলেন, সে নিয়েও নানা গুঞ্জন চার দিকে ছড়িয়েছে। ‘‘মুম্বই থেকে বন্ধু এলে তাঁর সঙ্গে কফি খেতে যাব না? যাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু লোকে সামান্য কফি খেতে যাওয়া নিয়েও গল্প তৈরি করে দিচ্ছে। আমরা তো অনেক দিনের বন্ধু, আজ হঠাৎ বন্ধুত্ব নিয়ে এত চর্চা?’’ প্রশ্ন নিখিলের।

ত্রিধা চৌধুরীর ইনস্টাগ্রাম স্টোরি

নুসরতের সঙ্গে বিচ্ছেদের কিছু সময় পর থেকেই নিখিল এবং ত্রিধার বন্ধুত্বের রসায়ন নিয়ে চর্চা শুরু হয়। বেশ কিছু আগে ত্রিধা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘বিষাক্ত দাম্পত্যের থেকে বিচ্ছেদ অনেক ভাল।’। তখন ধরেই নেওয়া হয়েছিল যে অভিনেত্রীর এই বক্তব্য নুসরত ও নিখিলের সম্পর্কের ভাঙনকে ঘিরে। নিখিল এই প্রসঙ্গ টেনে বললেন, ‘‘ত্রিধা কিন্তু আমার আর নুসরতের সম্পর্কের নিরিখে এই বক্তব্য রাখেনি। বলিউডের এক অভিনেত্রীর জীবন নিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন।’’

নিখিল আনন্দবাজার অনলাইনকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ও ত্রিধা কেবল মাত্র বন্ধু। অন্য কোনও সম্পর্কের কথা ভেবে নিয়ে জল্পনা করার দরকার নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement