Aamir Khan

দশ হাজার কোটিও তুচ্ছ আমিরের কাছে! গৌরী আসতেই বড় বদল অভিনেতার জীবনে

গত প্রায় চার বছর ধরে আমিরের অভিনয় জীবনে কোনও বড় সাফল্য নেই। গৌরী জীবনে আসতে কেরিয়ারে কোন বদল আনছেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৭:৫১
Share:
গৌরী জীবনে আসতে কোন বড় পদক্ষেপ নিলেন আমির?

গৌরী জীবনে আসতে কোন বড় পদক্ষেপ নিলেন আমির? ছবি: সংগৃহীত।

প্রেমে পড়ার কোনও নির্দিষ্ট বয়স নেই, প্রমাণ করে দিয়েছেন আমির খান। জল্পনা ছিল বহু দিন ধরেই। ৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। তার পর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না। আবার দু’বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয়, তার পর থেকেই শুরু প্রেমের। গৌরী জীবনে আসতে শান্তি খুঁজে পেয়েছেন আমির। কারণ গত চার বছর ধরে আমিরের ‘ফিল্মোগ্রাফ’-এ কোনও সাফল্য নেই। তার মধ্যেই দাম্পত্য ভাঙার যন্ত্রণা। এ বার গৌরী জীবনে আসতেই নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন আমির।

Advertisement

অতিমারির সময় ভেবেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু পরিবারের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন আমির। তার পরেও সমস্যা। ২০২২ সালে তাঁর অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। সাময়িক বিরতি নিয়ে ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু রয়েছে কিছু শর্ত।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, প্রত্যাবর্তনের কথা ভেবে তিনি ছ’টি নতুন ছবির কাজ হাতে নেন। আমির বলেন, ‘‘এর আগে জীবনে কোনও দিন একসঙ্গে আমি ছ’টা কাজ নিয়ে ভাবনাচিন্তা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই এমন সিদ্ধান্ত নিই।’’ আসলে আমির একেবারে স্পষ্টই জানান, ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে তিনি আর ভাবিত নন। আমিররে কথায়, ‘‘আমি এমন কোনও কাজ করবই না, যা এই নিশ্চয়তা দেবে যে ছবি মুক্তি পেলেই ১০,০০০ কোটির ব্যবসা করবে। বরং আমি সেই কাজই হাতে নেব যেটা করে আমি উজ্জীবিত হব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement