Aamir Khan

‘ও আর কী গৌরী খুঁজবে!’ দুই বার বিয়ে ভেঙেছে, নতুন প্রেমিকা পেয়ে সলমনকে খোঁচা দিলেন আমির!

আমিরকে প্রশ্ন করা হয়, তবে কি সলমনের এ বার গৌরী খুঁজে নেওয়া উচিত? তাতেই বন্ধুকে খোঁচা দিলেন আমির!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৭:০৪
Share:
আমিরের জীবনে গৌরী আসতেই খোঁচা দিলেন সলমন।

আমিরের জীবনে গৌরী আসতেই খোঁচা দিলেন সলমন। ছবি: সংগৃহীত।

প্রায় ১৮ মাস ধরে লোকচক্ষুর আড়ালে প্রেম করেছেন আমির খান। যদিও ১৩ মার্চ নিজের ষাটতম জন্মদিনের এক দিন আগেই প্রেমিকাকে প্রকাশ্যে আনেন অভিনেতা। সংবাদমাধ্যমের সঙ্গে প্রেমিকার পরিচয় পর্ব সারেন। মাস ছয়েক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বেঙ্গালুরু নিবাসী উদ্যোগপতির সঙ্গে প্রেম করছেন অভিনেতা। নাম গৌরী স্প্র্যাট। যদিও বলিউডে এত দিন গৌরী নাম শুনলেই প্রথম মাথায় আসত শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের কথা। এ বার আরও এক গৌরী, আমিরের প্রেমিকা। স্প্র্যাট পদবি থেকে খান হয়ে উঠতে পারেন কি না, তা সময় বলবে। যদিও বলিউডের দুই খান গৌরীকে পেয়ে গিয়েছেন এ বার বাকি পড়ে রইলেন সলমান খান। আমিরকেই প্রশ্ন করা হয়, তবে কি সলমনের এ বার গৌরী খুঁজে নেওয়া উচিত? তাতেই বন্ধুকে নিয়ে ঠাট্টা করলেন আমির!

Advertisement

ষাটের কাছাকাছি বয়স হতে চলেছে সলমনের। জীবনে একাধিক নারীসঙ্গ হয়েছে তাঁর। তাবড় নায়িকাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু প্রেমে পরিণতি পাওয়া হয়নি সলমনের। একদা বলিউডের অন্যতম সুপুরুষের তকমা দেওয়া হত তাঁকে। যদিও এখন বয়স বেড়েছে। তার ছাপ পড়েছে চোখেমুখে। অভিনেতার প্রাক্তন প্রেমিকারা যদিও সকলেই প্রায় বিয়ে করে সংসারী। কিন্তু একা রয়ে গিয়েছেন ভাইজান।

তাঁর সমসাময়িক অন্য দুই খান, আমির ও শাহরুখ দু’জনেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। আমিরের দু’বার বিয়ে ভেঙেছে। তার পর ফের গৌরীর মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন আমির। অন্য দিকে, শাহরুখ ও গৌরী খানের প্রায় তেত্রিশ বছরের দাম্পত্য জীবন। কিন্তু বন্ধু সলমনকে নিয়ে সন্দিহান আমির। সলমনেরও গৌরী খোঁজা উচিত কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘‘ও আর কী গৌরী খুঁজবে! নিজের জন্য যেটা ভাল সেটা করছে।’’ যদিও নিজের নতুন প্রেমিকাকে বলিউডের পুরনো দুই বন্ধু শাহরুখ ও সলমনের সঙ্গে প্রথমে আলাপ করান আমির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement