Aamir Khan

সাক্ষাতে সঙ্কট

গত সপ্তাহেই তুরস্কে ‘লাল সিং চড্ডা’র শুট করতে গিয়েছেন আমির খান। সম্প্রতি সে দেশের ফার্স্ট লেডি এমিনি এর্দোয়াঁর সঙ্গে দেখা করতে যান আমির।

Advertisement

নিজস্ব সংবাদপত্র

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০০:১৪
Share:

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমির।

গত সপ্তাহেই তুরস্কে ‘লাল সিং চড্ডা’র শুট করতে গিয়েছেন আমির খান। সম্প্রতি সে দেশের ফার্স্ট লেডি এমিনি এর্দোয়াঁর সঙ্গে দেখা করতে যান আমির। টুইটারে আমিরের সঙ্গে নিজের ছবি দিয়ে এমিনি লিখেছেন, ‘‘আমিরের মতো অভিনেতা ও ফিল্মমেকারের সঙ্গে দেখা করতে পেরে আমি আপ্লুত। আমির ‘লাল সিং চড্ডা’র শুটিং এখানেই শেষ করবেন জেনে খুব খুশি আমরা।’ কিন্তু এই সাক্ষাতের পর থেকেই নেটিজ়েনদের বিদ্বেষের শিকার হন আমির। তুরস্ক-ভারতের রাজনৈতিক সম্পর্কের চাপানউতোর তুলে অনেকেই অভিনেতাকে গালমন্দ করেন। আমিরের ছবি বয়কট করার কথাও তোলেন অনেকে। কঙ্গনা রানাউতও তাঁর অফিশিয়াল টুইটার পেজে আমিরকে কথা শোনাতে ছাড়েননি। তবে অনেকে আবার এটাও মনে করছেন যে, তুরস্কে ছবির শুটিংয়ে যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্যই আমিরের এই সাক্ষাৎ। দেশের বিভিন্ন জায়গায় শুটিং সংক্রান্ত অনুমতি পেতেও যাতে অসুবিধে না হয়, সেই কারণেই নাকি আগেভাগে সৌজন্য সাক্ষাৎ সেরে রাখলেন অভিনেতা। করোনাভাইরাসের প্রকোপ সে দেশে খানিক কমার পরেই আউটডোর শুটিংয়ের শিডিউল স্থির করে ‘লাল সিং চড্ডা’র টিম। যদিও বিমানবন্দরে নেমেই ভক্তদের সেলফির আবদার রাখতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল আমিরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement