aamir khan

Aamir-Kiran: কথা রেখেছেন তাঁরা, বিচ্ছেদ ঘোষণার পরেও আমির-কিরণের বন্ধুত্ব অমলিন

মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে একসঙ্গে দেখা গেল তাঁদের। আমির পরেছিলেন নীল রঙের গোল গলার একটি টি শার্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৯
Share:

আমির খান এবং কিরণ রাও।

বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন গত জুলাই মাসে। দাম্পত্য ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট রাখার কথা বলেছিলেন আমির খান এবং কিরণ রাও। নিজেদের সেই কথাই যেন বেদবাক্যের মতো পালন করছেন তাঁরা। রবিবার ছেলে আজাদ রাও খানকে নিয়ে মধ্যাহ্নভোজে বেরলেন আমির এবং কিরণ।

মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে একসঙ্গে দেখা গেল তাঁদের। আমির পরেছিলেন নীল রঙের গোল গলার একটি টি শার্ট। কিরণ বেছে নিয়েছিলেন চেক ব্লাউজ এবং তার সঙ্গে মানানসই কালো প্যান্ট। বিচ্ছেদ হলেও তাঁদের আচরণে কোনও পার্থক্য লক্ষ করা যায়নি। একে অপরের সঙ্গে বেশ সহজ ভাবেই হেসেই কথা বলছিলেন তাঁরা।

Advertisement

বিচ্ছেদ ঘোষণার পর একসঙ্গে ‘লাল সিং চড্ডা’-র কাজ শেষ করেছেন তাঁরা। আমিরের সঙ্গেই সেই জন্য লাদাখে উড়ে গিয়েছিলেন কিরণ। হাসি মুখে লেন্সবন্দিও হয়েছিলেন দু’জন। দিন কয়েক আগেই আবার বান্দ্রায় আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর বিবাহ-অনুষ্ঠানে জুটি বেঁধে পৌঁছেছিলেন তাঁরা। শোনা গিয়েছে, দু’জনকে একসঙ্গে দেখে সেখানে অবাক হয়েছিলেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement