Riddhima Ghosh

Riddhima Ghosh: কয়েক মাস আগে হারিয়েছেন মাকে, কন্যা দিবসে আবেগপ্রবণ ঋদ্ধিমা

এই বিশেষ দিনেই মা রিমা ঘোষের কথা মনে পড়চ্ছে ঋদ্ধিমা ঘোষের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৪
Share:

ঋদ্ধিমা ঘোষ।

রবিবার কন্যা দিবস। অর্থাৎ কন্যা সন্তানদের দিন। বছরের এই একটি দিন তুলে রাখা হয় তাদের জন্য। আর এই বিশেষ দিনেই মা রিমা ঘোষের কথা মনে পড়ে যাচ্ছে ঋদ্ধিমার। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। সেখানে মা-মেয়ে দু’জনেই শাড়ি পরে সাজগোজ করে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ছবি দিয়ে ঋদ্ধিমা লিখেছেন, ‘মা, আজ কন্যা দিবস। তোমার আসকারা দেওয়ার মুহূর্তগুলো মনে পড়ছে। ভালবাসি।’

Advertisement

ঋদ্ধিমার এই ছবিতে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, ‘কী সুন্দর লাগছে কাকিমাকে।’ ঋদ্ধিমার অনুরাগীরাও এই ছবি দেখে আবেগপ্রবণ।

গত মে মাসে মাকে হারিয়েছেন ঋদ্ধিমা। ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘বড় তাড়াতাড়ি চলে গেলে। শ্বাস-প্রশ্বাসে তোমার অভাব অনুভব করছি।’ কন্যা দিবসে মায়ের কথা আরও বেশি করে যেন মনে পড়ছে তাঁর।

Advertisement

মায়ের মৃত্যুর পর তাঁর সব স্বপ্নপূরণ করার প্রতিজ্ঞা করেছিলেন ঋদ্ধিমা। আপাতত নিজের কাজের মাধ্যমে সেই চেষ্টাই করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement