Amir Khan

Aamir Khan and Kiran Rao: সবাইকে চমকে দিয়ে অনুষ্ঠানে যুগলে হাজির আমির-কিরণ

সম্প্রতি বান্দ্রায় আয়োজিত হয়েছিল আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর বিবাহ-অনুষ্ঠান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫১
Share:
আমির-কিরণ

আমির-কিরণ

তাঁদের বিবাহবিচ্ছেদের খবরে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। তবে পনেরো বছরের দাম্পত্যে ইতি টানলেও, আমির খান এবং কিরণ রাও সামাজিক অনুষ্ঠানে যুগলে উপস্থিত হচ্ছেন। সম্প্রতি বান্দ্রায় আয়োজিত হয়েছিল আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর বিবাহ-অনুষ্ঠান। সেই বন্ধুর সঙ্গে আমিরের সম্পর্ক ভাল বলে সুপারস্টারের আসা নিয়ে অতিথিরা এক রকম নিশ্চিত ছিলেন। কিন্তু কিরণ-আমিরকে একসঙ্গে ওই অনুষ্ঠানে আসতে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর। অতিথিদের সঙ্গে সহজ ভাবে মিশেছেন আমির ও কিরণ। তাঁদের দেখে বোঝার উপায় নেই যে, বিচ্ছেদ হয়ে গিয়েছে।

Advertisement

এর আগে ‘লাল সিং চড্ডা’ ছবির শুটে থাকাকালীন লাদাখে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেছিলেন দু’জনে। সন্তানের খাতিরে হৃতিক রোশন-সুজ়ান খান, আরবাজ় খান-মালাইকা অরোরাকেও পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। বিয়ে ভাঙলেও, যুগলে নজরে থাকাই এখন বলিউডের দস্তুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement