লাল সিংয়ের ডেরায়

অদ্বৈত চন্দন নির্দেশিত ছবির প্রথমার্ধের লোকেশন ঠিক হয়েছে চণ্ডীগড় ও অমৃতসরে। এর পাশাপাশি শিবালিকের পাদদেশে হাইকিংও করেছেন করিনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০০:০১
Share:

আমির ও করিনা

চার দিকে নিরাপত্তার ঘেরাটোপ থাকলেও আমির খানের বিগ বাজেট ছবি ‘লাল সিং চড্ডা’র দুই মুখ্য চরিত্রের লুক ফাঁস হয়ে গেল। মাথায় পাগড়ি, হাতে কড়া, লম্বা দাড়িতে আমির পুরোদস্তুর পঞ্জাবি লুকে। পাশাপাশি ঝলক দেখা গিয়েছে করিনা কপূর খানেরও। অতি সাধারণ পোশাকেই কাহিনির চরিত্র হয়ে উঠেছেন করিনা। ‘উড়তা পঞ্জাব’-এও কিছুটা এমন লুকেই দেখা গিয়েছিল তাঁকে। অন্য দিকে আমিরের পরনে শার্ট-প্যান্ট, সঙ্গে উঁচু করে বাঁধা বেল্ট, পায়ে স্নিকার্স। এ ছবির জন্য দাড়িও বাড়িয়েছেন অভিনেতা। অতুল কুলকার্নির লেখনীতে বাস্তবের কাছাকাছি হয়ে উঠছেন ছবির চরিত্ররা। অদ্বৈত চন্দন নির্দেশিত ছবির প্রথমার্ধের লোকেশন ঠিক হয়েছে চণ্ডীগড় ও অমৃতসরে। এর পাশাপাশি শিবালিকের পাদদেশে হাইকিংও করেছেন করিনা। চুটিয়ে চেখেছেন স্থানীয় খাবার। প্লেট ভর্তি করে তাঁর মাখন-রোটি-শাগ খাওয়ার ছবিও ঘুরছে ইন্টারনেটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement