গুপীর ইচ্ছেপূরণ হবে কি?
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। গুপী হতে চায় গায়ক। গ্রাম বাংলার এক কিশোর। তার ইচ্ছে অনিচ্ছের কতই বা মূল্য! তবু নিজের ইচ্ছেয় সে অনড়। ইচ্ছে পূরণের একমাত্র প্রতিবন্ধক মা।
এমনই এক গল্প নিয়ে আসছে ‘গুপী গাএন’। গুপীর ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়, মা অপরাজিতা আঢ্য। এই ছেলে-মা জুটিকে একাধিক সাম্প্রতিক ফিল্মে পরস্পরের পরিপূরক অভিনেতা হিসেবে পাওয়া গিয়েছে (‘জেনারেশন আমি’, ‘কিশোরকুমার জুনিয়র’)। এই ফিল্মেও নিশ্চয় তার ব্যতিক্রম হবে না।
বাঙালি মা ও ছেলের এরকম গল্প তো খুবই পরিচিত। বাঙালি মায়েরা ছেলেমেয়েদের নিজের মতো করে গড়ে তুলতে চান। তাদের নিজস্ব ইচ্ছে অনিচ্ছের পরোয়া করেন না। তা হলে?
অপরাজিতা আঢ্য ব্যাপারটা বুঝিয়ে দিলেন। ‘‘ওদের ফ্যামিলিতে অভিশাপ আছে যে কেউ গান গাইলে সে মারা যায়। গুপীর দাদু ও বাবার সেভাবেই মৃত্যু হয়েছে। তাই গুপীর মা কখনও চায় না সে গায়ক হোক। কিন্তু গুপী গান গাইতে চায়। গান গাওয়ার সুযোগও সে পায়। এদিকে ওদের সংসারের সাংঘাতিক দুরাবস্থা। শেষে গুপীর মা বোঝে। গুপী কিন্তু গায়েন হয়। কী ভাবে সেটা সম্ভব হল জানতে হলে ছবিটা দেখতে হবে’’ বললেন অপরাজিতা।
শাশ্বত চট্টোপাধ্যায় কী করলেন এই ছবিতে? তিনি বললেন, ‘‘এই ফিল্মে আমি অতিথি শিল্পী। আমি গুপীর বাবা আর আমার বাবা বেণুদা (সব্যসাচী চক্রবর্তী)। আমার চরিত্রটাই গুপীর গায়ক হওয়ার ইচ্ছে জাগিয়ে দেয়। এর জন্যই গান পাগল হয়ে ওঠে গুপী। অনেকদিন বাদে ইন্টারেস্টিং একটা ফিলিং... হারমোনিয়ম বাজিয়ে গানটান... এইসব করলাম।’’
আরও পড়ুন, নিজের সম্পর্কে গসিপ মেগা সিরিয়াল মনে হয়েছিল সন্দীপ্তার!
ঋতব্রত মুখোপাধ্যায় যোগ করলেন, ‘‘প্রথমেই বলে রাখা ভাল যে এই গুপীর সঙ্গে ওই গুপীর (‘গুপী গায়েন বাঘা বায়েন’) কোনও মিল নেই। এটা একটা মানুষের ইচ্ছে পূরণের গল্প, স্বপ্ন পূরণের গল্প। একটা ছেলে যার ডাক নাম গুপী এবং সে গান গায়। সিম্পল কিছু মানুষজনের গল্প, যে মানুষগুলোকে আমরা সবসময় দেখি... এবং গল্পটা খুব সিম্পল ওয়েতে বলা। অপু কাকুর (শাশ্বত চট্টোপাধ্যায়) সঙ্গে আমার প্রথম কাজ, যদিও একসঙ্গে আমাদের কোনও দৃশ্য নেই। দারুণ অভিজ্ঞতা হল। আমার আর বেণু জ্যেঠুর কেমিস্ট্রি খুব ভালো। কারণ স্টেজে আমরা একসঙ্গে কাজ করেছি। ফলে এখানে কাজ করতে গিয়ে প্রচুর মজা হয়েছে। প্রচুর ইম্প্রোভাইজেশন হয়েছে। এই ছবিতে খুব সহজ সরল একটা গল্প, সহজ করে বলা। আর অপুকাকু, বেণু জ্যেঠু, শ্যামল (দত্ত) জ্যেঠু, অপরাজিতা আঢ্য এঁদের পারফরম্যান্স দেখার মতো।’’
রাজদীপ ঘোষ-এর পরিচালনায় ছবিটি দর্শক টিভিতে দেখবেন আগামী রবিবার।
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)