ঋত্বিক এবং রাইমা।
‘শুভ শারদীয়া।’
বিশ্বকর্মা পুজোর ভোকাট্টা সবে শেষ হয়েছে। তার রেশ নিয়েই শহুরে হোটেলে সন্ধে আসর। ডায়াসে উঠে হাসি মুখে ‘শুভ শারদীয়া’ বলে উঠলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার ব্যাখ্যাও দিলেন। ‘‘আসলে পুজোর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সকলে শুভ সন্ধ্যা বলছেন। আমি শুভ শারদীয়া বললাম। কারণ গল্পটা শুভ আর শারদীয়ার।’’
আসল বিষয়টা এ বার খোলসা করা যাক। পরিচালক রাজদীপ ঘোষ সাজিয়েছেন শুভ এবং শারদীয়ার গল্প। আগামী ১৩ অক্টোবর জি-বাংলা সিনেমায় দেখা যাবে এই ছবি। ‘শুভ শারদীয়া’। শুভর ভূমিকায় রয়েছেন ঋত্বিক এবং শারদীয়া রাইমা সেন। তারই আনুষ্ঠানিক ঘোষণার কারণে বিশ্বকর্মার দিনে সান্ধ্য জমায়েত।
রাজদীপ দীর্ঘদিন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। এখনও তাঁর টিমের অন্যতম সদস্য তিনি। মাইক হাতে বললেন, ‘‘এটা একটা মিষ্টি প্রেমের গল্প। যতই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি এখনকার জেনারেশন হোক না কেন, প্রেমটা যে এখনও সেই আদি-অকৃত্রিম সেটা দেখানোর চেষ্টা করেছি।’’
আরও পড়ুন, আমার কাছে প্রচুর সিনেমার অফার নেই, বলছেন ইশা
কৌশিকের কাছেই মূলত রাজদীপ নাড়া বেঁধেছেন। তাঁর হাত ধরেই কাজ শিখেছেন। এক কথায় কৌশিককে গুরু মানেন রাজদীপ। কৌশিকের পরিচালনায় ‘কিশোর কুমার জুনিয়র’ মুক্তি পাবে আগামী ১২ অক্টোবর। আর ঠিক পরের দিনই টিভিতে মুক্তি পাবে রাজদীপের ছবি। গুরুর পরের দিনই আপনার রিলিজ। হোক না টিভিতে। এটা ভেবে কি আলাদা টেনশন হচ্ছে? প্রশ্ন শুনে থতমত রাজদীপ হেসে বললেন, ‘‘দু’টোই আমাদের নিজেদের। আমাদের ঘরের...।’’
‘শুভ শারদীয়া’র দৃশ্যে রাইমা।
তবে সিনেমা মুক্তির ক্ষেত্রে কোন জায়গা ভাল, থিয়েটার হল নাকি টিভি— এই দ্বন্দ্বের বেড়াটা ভেঙে দিলেন পর পর তিন জন। প্রথম রাইমা সেন। এই ছবির নায়িকা। তাঁর কথায়: ‘‘রাজদীপ যখন আমার কাছে এল আমি স্ক্রিপ্ট দেখেছিলাম। কোথায় রিলিজ করবে তা ভাবিনি কিন্তু। আমার মনে হয় গল্পটাই আসল।’’
আরও পড়ুন, সায়ন্তনী এ বার ‘সেক্সি ভুত’!
দ্বিতীয় জন অপেরা মুভিজের কর্ণধার সুপর্ণকান্তি করাতি। ‘শুভ শারদীয়া’র প্রযোজক তিনি। স্পষ্ট বললেন, ‘‘শুভ শারদীয়া টিভিতে দেখানো হবে বলে আমরা তৈরির সময় কিন্তু স্টার কাস্ট, ক্যামেরা, এডিট— কোনও ক্ষেত্রেই আপোষ করিনি।’’
ঋত্বিক-রাইমার এই ছবি দেখা যাবে টিভির পর্দায়।
তৃতীয় জন চ্যানেলের বিজনেস হেড সম্রাট ঘোষ। তিনি শেয়ার করলেন,টিভিতে সিনেমা দেখানোর শুরুর ভাবনা ভেবেছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তারপর তাঁদের যাত্রা শুরু। জনপ্রিয় হয় এই মৌলিক ছবি। একসঙ্গে প্রায় দু’কোটি দর্শক টিভিতে বসেই মৌলিক ছবি দেখার স্বাদ পান বলে দাবি করলেন সম্রাট। ‘শুভ শারদীয়া’ তাঁদের ৫৩তম ছবি।
বিয়ের বয়সে পৌঁছেছে শুভ এবং শারদীয়া। কিন্তু বিয়েটা তাঁদের আদৌ হবে তো?উত্তর জানতে গেল আপনার চোখ থাকুক আগামী ১৩ অক্টোবর টিভির পর্দায়।