ফ্যান পেজের পোস্ট করা সেই ছবি। সৌজন্যে ইনস্টাগ্রাম।
সুইৎজারল্যান্ডের সবুজ ল্যান্ডস্কেপে শিফন শাড়িতে শ্রীদেবী।
গানের প্রতিটা দৃশ্য আজও ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারির পর প্রায় দু’বছর হতে চলল, অভিনেত্রী নেই। তবে তাঁর স্মৃতি এখনও জিইয়ে তোলে এইসব গানের কথা।
বছর শেষে শ্রীদেবীর এক ফ্যান পেজের দৌলতে টাটকা হল তেমনই কিছু স্মৃতি।
শ্রীদেবী আর বনি কপূরের একটি ছবি পোস্ট করেছে ওই ফ্যান পেজ।
A post shared by Sridevi Kapoor (@srideviworld)
তাতে দেখা যাচ্ছে সুইৎজারল্যান্ডের একটি খুব চেনা রাস্তায় দাঁড়িয়ে আছেন এভারগ্রিন অভিনেত্রী। সঙ্গে স্বামী বনি কপূর।
রাস্তায় বনির হাত ধরেই মিষ্টি হেসে ছবির জন্য দাঁড়িয়েছেন তিনি।
আর এই ছবি ইনস্টার পাতায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়েছে ছবিটি।
আরও পড়ুন: মুক্তি পেল ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’র পোস্টার, কেমন লাগছে নুসরত আবীরকে?
আসলে এই ছবি তোলা হয়েছে সেই রাস্তায় যেখানে চাঁদনীর তেরে মেরে হোটো পে গানের শেষ দৃশ্যের শুটিং হয়েছিল।
সাদা শিফন শাড়িতে শ্রীদেবীর সঙ্গে শেষদৃশ্যে এই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছিলেন ঋষি কপূর। তিনি পরেছিলেন কালো রঙের কোট। ব্যাকগ্রাউন্ডে চলমান ট্রেন আর পাহাড়। ভারতীয় সিনেমায় ক্লাসিক তালিকায় জায়গা পেয়েছিল ওই দৃশ্য।
আরও পড়ুন: গোলাপি বিকিনিতে বর্ষশেষে মলদ্বীপে, কার সঙ্গে উষ্ণতা ছড়াচ্ছেন অনন্যা?
শ্রীদেবীর অনুরাগীদের সমাজপাতা উসকে দিল সেই স্মৃতিকেই।
সিনেমার দুই অভিনেতাই প্রয়াত। তবে দু’বছর পেরোলেও এখনও অজানাই শ্রীদেবীর মৃত্যু রহস্য।