102 Not Out

বাবা-ছেলের সম্পর্কের ককটেল, মুক্তি পেল ‘১০২ নট আউট’-এর ট্রেলার

ছবির গল্প আকর্ষণীয়। তার চেয়েও বেশি আকর্ষণীয় ছবির বাবা ছেলের জুটির মূল দুই অভিনেতা। নাম দু’টো অবশ্যই সবার জানা। ‘অমর আকবর অ্যান্টনি’–র সেই বিখ্যাত আকবর এবং অ্যান্টনির জুটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ২০:৪৬
Share:

আজই মুক্তি পেয়েছে ‘১০২ নট আউট’ ছবির ট্রেলর। ছবি: ফেসবুকের সৌজন্যে।

বৃদ্ধ বাবা এবং তাঁর বৃদ্ধ ছেলে। বাবার চোখে-মুখে উচ্ছ্বাস, হুঙ্কারহীন ক্রোধ। যৌবনের টাটকা তাজা হাওয়াকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। ছেলে বয়সের ভারে ন্যুব্জ। আপাত নিরীহ চোখ। যৌবনের তেজ অস্তমিত সূর্যের মতোই জৌলুস হারিয়েছে। এই দুই ‘বুড়ো’র হাসি-কান্নার ককটেল নিয়েই উমেশ শুক্লর নতুন ছবি ‘১০২ নট আউট’-এর ট্রেলার মুক্তি পেল বুধবার।

Advertisement

ছবির গল্প আকর্ষণীয়। তার চেয়েও বেশি আকর্ষণীয় ছবির বাবা ছেলের জুটির মূল দুই অভিনেতা। নাম দু’টো অবশ্যই সবার জানা। ‘অমর আকবর অ্যান্টনি’–র সেই বিখ্যাত আকবর এবং অ্যান্টনির জুটি। অর্থাৎ ঋষি কপূর এবং অমিতাভ বচ্চন।

ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। কারণটা অবশ্যই দুই হাই প্রোফাইল অভিনেতার একই সঙ্গে পর্দায় আগমন। ‘কভি কভি’, ‘আজুবা’, ‘অমর আকবর অ্যান্টনি’র মতো বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-ঋষি। দীর্ঘ ২৭ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে।

Advertisement

আরও পড়ুন:

বাংলা ছবির জন্য এখনও ভাল চিত্রনাট্য পাইনি

চোরের চা পানে রিল লাইফের সঙ্গে মিল পেলেন তনুশ্রী!

ছবির পরিচালক উমেশ শুক্ল। সৌম্য যোশীর একটি গুজরাতি গল্প নিয়ে তৈরি এই ছবিটিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ১০২ বছরের এক বৃদ্ধ বাবার ভূমিকায়। অমিতাভের ছেলের ভূমিকায় দেখা যাবে ঋষি কপূরকে, যাঁর বয়স ৭৫। এই বাবা ছেলের সম্পর্কের রসায়নই ছবির মূল অংশ।

ছবির একটি দৃশ্যে ১০২ বছরের বৃদ্ধ বাবার চরিত্রে অমিতাভ বচ্চন।

১০২ বছরের বাবা ঝলমলে, জীবনকে নতুন ভাবে দেখতে চান। ঠিক বিপরীত তাঁর থেকে ২৭ বছরের ছোট ছেলে। তাই ‘বুড়ো’ ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান তাঁরই ‘বুড়ো’ বাবা। সন্তান ও বাবার ভিন্ন স্বাদের এক বন্ধন নিয়েই আবর্তিত হয়েছে গোটা ছবিটি।

ট্রেলারে একটি দৃশ্য রয়েছে, যেখানে অমিতাভ বলেছেন, ‘‘আমি বিশ্বের প্রথম বাবা হব, যে নিজের ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে...।’’ এই রকমই টুকরো টুকরো মজাদার সিকোয়েন্স নিয়ে এগিয়েছে ছবি। তবে হাসি, মজার মাঝেই সমাজ এবং সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন পরিচালক। মজা করতে করতেই যখন বাবা অমিতাভ বলেন, ‘‘সন্তান অযোগ্য হলে তাকে ভুলে গিয়ে শুধুমাত্র তার ছোটবেলাটাই মনে রাখা উচিত।’’ মুহূর্তে একটা অন্য পরিবেশ তৈরি হয়ে যায়।

ছবিটি মুক্তি পাবে ৪ মে। দেখুন ছবির ট্রেলার:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement