প্রতীকী চিত্র।
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লুবিএসসিএসটি)তে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) নেওয়া হবে। রাজ্য সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিশেষ প্রজেক্টে কাজ করতে হবে এসআরএফ-কে। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। দু’জন এসআরএফ নেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, সায়েন্স বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে এসআরএফ। ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীকে প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। পাশপাশি, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।