বিদ্যুৎ ভবন। সংগৃহীত ছবি।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ বণ্টন সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইটিসিএল)-এ রয়েছে কাজ শেখার সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (শিক্ষানবিশ) এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) নেওয়া হবে। এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ১৩ জন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া ৫৪ জন। সব মিলিয়ে মোট ৬৭টি শূন্যপদ রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন ন’জার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ২২ বছর হতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস প্রতি মাসে আট হাজার টাকা করে পাবেন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ প্রোমোশন স্কিম (এনএপিএস)-এর ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ ’২৪।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।