ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কলকাতা। ছবি: সংগৃহীত
কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখায় স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির তরফে এমন প্রার্থীদের সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। ওয়েব বেসড সফটওয়্যার, অ্যান্ড্রয়েড সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীরা মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। এই পদে ২৪ থেকে ৫০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আবেদন করতে হবে। ৭ অক্টোবরের মধ্যে ইমেল মারফত আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠাতে হবে। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।