IIT Guwahati Recruitment 2023

আইআইটি গুয়াহাটির গবেষণা প্রকল্পে প্রজেক্ট স্টাফ প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?

প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের স্কুল অফ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অফিসার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং অ্যাসিস্ট্যান্ট পদে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩১
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি। ছবি: সংগৃহীত

চুক্তির ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অফিসার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং অ্যাসিস্ট্যান্ট পদে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। তাঁদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের স্কুল অফ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে কাজ করতে হবে।

Advertisement

প্রজেক্ট অফিসার এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। তবে প্রথম পদের ক্ষেত্রে ১২ বছর এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে পাঁচ বছর বায়োগ্যাস সেক্টরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মাল্টি টাস্কিং অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞান শাখায় স্নাতকোত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। মোট শূন্যপদ তিনটি।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে অসম হাইস্কুল লিভিং সার্টিফিকেট এগজ়ামিনেশন অর্থাৎ এইচএসএলসি উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে বায়োগ্যাস সেক্টরের কাজের অভিজ্ঞতা অর্জন করা শুরু করেছেন, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্তদের ‘বায়োগ্যাস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার’ শীর্ষক গবেষণা প্রকল্পে ছ’মাসের জন্য কাজ করতে হবে। পদের নিরিখে তাঁদের ২৩,৬০০ থেকে ৪৯,৫৬০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ৫ অক্টোবর প্রার্থীদের জীবনপঞ্জি এবং অন্যান্য নথি নিয়ে আইআইটি গুয়াহাটির ক্যাম্পাসে বেলা ১১টার মধ্যে উপস্থিত থাকতে হবে। অন্যান্য বিষয়ে জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement