উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে দু’টি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে নিয়োগ হবে। আগে থেকে কোনও আবেদনপত্র পাঠাতে হবে না আগ্রহীদের।
প্রতিষ্ঠানের যে পদগুলিতে নিয়োগ হবে, সেগুলি হল— অ্যাডহক মাল্টিটাস্কিং অ্যাকাউন্টস পার্সোনেল এবং অ্যাডহক মাল্টিটাস্কিং অ্যাকাউন্টস অ্যান্ড অডিট সাপোর্টিভ পার্সোনেল। দু’টি পদমর্যাদায় শূন্যপদের সংখ্যাও দু’টি। উভয় ক্ষেত্রেই আবেদনের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। অ্যাডহক মাল্টিটাস্কিং অ্যাকাউন্টস পার্সোনেল এবং অ্যাডহক মাল্টিটাস্কিং অ্যাকাউন্টস অ্যান্ড অডিট সাপোর্টিভ পার্সোনেল পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ২০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়া, দু’টি পদেই নিযুক্তদের প্রতি মাসে যাতায়াত খরচ বাবদ ৩০০ টাকাও দেওয়া হবে।
অ্যাডহক মাল্টিটাস্কিং অ্যাকাউন্টস পার্সোনেল পদে আবেদনের জন্য প্রার্থীদের বিকম ডিগ্রি এবং বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যারে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিংয়ের জ্ঞান থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারাইজড অ্যাকাউন্টিংয়ে ন্যূনতম পাঁচ থেকে আট বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্য যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।
আগামী ৭ নভেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।