প্রতীকী চিত্র।
কেন্দ্র অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। এই মর্মে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন প্রাইভেট লিমিটেড (এনএইচপিসি লিমিটেড)-এর তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি শাখার স্নাতক ইঞ্জিনিয়ার এবং জিয়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার পদে নিয়োগ করা হবে।
মোট ২৬৯টি শূন্যপদে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে যাঁরা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরই উল্লিখিত পদের জন্য বেছে নেওয়া হবে। তাই ওই পরীক্ষায় ৭৫ শতাংশের বেশি নম্বর যে সমস্ত ব্যক্তিরা পেয়েছেন, সংস্থার তরফে তাঁদেরই আবেদন গ্রহণ করা হবে। তাঁদের ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
নিযুক্তেরা প্রতি মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা বেতনক্রমের অধীনে বেতন পাবেন। তাঁদের কাজ করতে হবে সংস্থার বিভিন্ন কেন্দ্রের পাওয়ার স্টেশন এবং অফিসে। আগ্রহীরা সরাসরি সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
তাঁদের একটি ফর্ম পূরণের মাধ্যমে সমস্ত তথ্য জমা দিয়ে আবেদন পেশ করতে হবে। আবেদনপত্রের সঙ্গেই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, গেট শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপিও জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চালু রাখা হবে। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।