স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল)-এ কাজের সুযোগ। সেই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রেডিয়োলজিস্ট অথবা সোনোলজিস্ট নিয়োগ করা হবে। সংস্থার বোকারো শাখার জন্য এই নিয়োগ। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রতি কেস ভিত্তিতে ৪০০টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ১৮ এপ্রিল সকাল ৯টা রিপোর্টিংয়ের সময়। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি লাগবে, তা জানতে প্রথমে সেল-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।