নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। এই মর্মে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে জিওস্পেশিয়াল টেকনোলজির ব্যবহার নিয়ে গবেষণার কাজ হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্সের ভূগোল বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘বিল্ডিং রেজ়িলিয়েন্স টু রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অফ ক্লাইমেট চেঞ্জ উইথ স্পেশ্যাল রেফারেন্স টু রিভার ব্যাঙ্ক ইরোশন অ্যান্ড সল্ট ওয়াটার ইনআনডেশন ইন ইন্ডিয়ান সুন্দরবন এমপ্লয়িং জিওস্পেশিয়াল টেকনোলজি’। এটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থপুষ্ট একটি মাইনর রিসার্চ প্রজেক্ট। প্রকল্পে ছ’মাসের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে ৫,০০০ টাকা।
আবেদনকারীদের ভূগোল/ পরিবেশ বিজ্ঞান/ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্কুলে আগামী ৭ মার্চ নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত। আগ্রহীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।