Punjab and Sind Bank Recruitment 2025

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, শূন্যপদ ক’টি?

কোম্পানি সেক্রেটারি এমএমজিএস২ পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৭:৪৪
Share:
Punjab and Sind Bank

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নিযুক্তদের সংশ্লিষ্ট পদের দু’টি স্কেলে কাজের সুযোগ মিলবে। এর জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে কোম্পানি সেক্রেটারি (এমএমজিএস২ এবং এসএমজিএস৪) পদে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের প্রথম এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে।

কোম্পানি সেক্রেটারি এমএমজিএস২ পদে আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কোম্পানি সেক্রেটারি এসএমজিএস৪ পদে আবেদনের বয়ঃসীমা ৩০-৪৫ বছর।

Advertisement

সংশ্লিষ্ট পদের দু’টি স্কেলে আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে। যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

কোম্পানি সেক্রেটারি এমএমজিএস২ পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। কোম্পানি সেক্রেটারি এসএমজিএস৪ বেতনক্রম হবে মাসে ১,০২,৩০০-১,২০,৯৪০ টাকা।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১৭৭ এবং ১০০৩ টাকা। আগামী ১৮ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement