প্রতীকী ছবি।
মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জেলার আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফে নিয়োগ করা হবে কর্মী। তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি (ফান্ড ম্যানেজমেন্ট ও ফাইন্যানশিয়াল ইনক্লুশন) বিভাগের কাজের জন্য রিসোর্স পার্সন নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ১৫০০ টাকা/ প্রতি দিন অনুযায়ী বেতন দেওয়া হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাঁদের স্নাতক হতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে ১০ থেকে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ৪ এপ্রিল সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী প্রয়োজনীয় নথি লাগবে, তা জানতে প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।