প্রতীকী চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)-এ কাজের সুযোগ রয়েছে। সেই মর্মে কিছু দিন আগেই সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। প্রায় চারশোর কাছাকাছি শূন্যপদে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩৩৫। সংস্থায় ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টার্নার, মেশিনিস্ট এবং ওয়েল্ডার পদে শিক্ষানবিশরা কাজের প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ চলবে এক বছরে ধরে। এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৪ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে আইটিআই পাশের শংসাপত্র থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের শারীরিক সক্ষমতা এবং নির্দিষ্ট শারীরিক পরিমাপ থাকা জরুরি। সংশ্লিষ্ট পদে আইটিআই পাশের এক বছর পর নিয়োগ হলে, নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে ৭,৭০০০ টাকা প্রতি মাসে। অন্য দিকে, আইটিআই পাশের দু’বছর পরে এই পদে নিযুক্ত হলে, বৃত্তির পরিমাণ ৮,৮৫৫ টাকা।
আইটিআই-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই পদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের প্রথমে মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৪ এপ্রিল। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।