প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজের সুযোগ। নর্দান কোলফিল্ড লিমিটেডে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিভাগে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা প্রশিক্ষণের সুযোগ পাবেন।
ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মোটর মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান বিভাগে মোট ১,১৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। আইটিআই শংসাপত্র পেয়েছেন, এমন প্রার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
১৮ থেকে ২৬ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। পূর্বে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষিত হয়ে থাকলে, সেই সমস্ত প্রার্থীর আবেদন খারিজ করে দেওয়া হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তাঁদের উক্ত বিভাগে আবেদনের পূর্বে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিম (ন্যাপস) পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনেই শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, বয়সের প্রমানপত্র, ঠিকানা-সহ অন্যান্য নথি আপলোড করতে হবে। ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদনের পোর্টাল চালু থাকবে। অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।