NDMA Recruitment 2023

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে কর্মখালির বিজ্ঞপ্তি, নিয়োগ কোন পদে?

আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন জানালে তাঁদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৮:০৩
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সংস্থা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-তে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। আগ্রহীদের আবেদন জানাতে হবে অফলাইনে।

Advertisement

নিয়োগ হবে সিনিয়র কনসালট্যান্ট বা বরিষ্ঠ পরামর্শদাতা (ডিজাস্টার রিস্ক ফিন্যান্সিং অ্যান্ড রিস্ক ট্রান্সফার)-র একটি পদে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন জানালে তাঁদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। এই পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ১,২৫,০০০-১,৭৫,০০০ টাকা। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতনক্রম ধার্য করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী।

আবেদনের জন্য প্রার্থীদের অ্যাকচুরিয়াল সায়েন্স/ ইকনমিক্স/ কমার্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও থাকতে হবে পেশাদারি অভিজ্ঞতা এবং অন্যান্য দক্ষতা, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। কাজের উপর নির্ভর করে প্রতি বছর এই মেয়াদ বাড়ানো হবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, ‘স্টেটমেন্ট অফ পারপাস’ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায়। আবেদনের শেষ দিন আগামী ২৫ জুলাই। প্রার্থীরা এই সম্পর্কে বিশদে জানতে পারবেন সংস্থার ওয়েবসাইটে গিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement