প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় সংস্থা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-তে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। আগ্রহীদের আবেদন জানাতে হবে অফলাইনে।
নিয়োগ হবে সিনিয়র কনসালট্যান্ট বা বরিষ্ঠ পরামর্শদাতা (ডিজাস্টার রিস্ক ফিন্যান্সিং অ্যান্ড রিস্ক ট্রান্সফার)-র একটি পদে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন জানালে তাঁদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। এই পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ১,২৫,০০০-১,৭৫,০০০ টাকা। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতনক্রম ধার্য করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী।
আবেদনের জন্য প্রার্থীদের অ্যাকচুরিয়াল সায়েন্স/ ইকনমিক্স/ কমার্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও থাকতে হবে পেশাদারি অভিজ্ঞতা এবং অন্যান্য দক্ষতা, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। কাজের উপর নির্ভর করে প্রতি বছর এই মেয়াদ বাড়ানো হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, ‘স্টেটমেন্ট অফ পারপাস’ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায়। আবেদনের শেষ দিন আগামী ২৫ জুলাই। প্রার্থীরা এই সম্পর্কে বিশদে জানতে পারবেন সংস্থার ওয়েবসাইটে গিয়ে।