ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ সম্পর্কে বিশদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানের স্কুল অফ পাবলিক পলিসির একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।
প্রজেক্ট সায়েন্টিস্ট এবং সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্টপদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৪৭,৭৯০ টাকা থেকে ৭৯,২৬০ টাকা পাবেন। এ ছাড়াও তাঁদের জন্য বাড়িভাড়া-বাবদ ভাতাও বরাদ্দ করা হয়েছে।
এনভায়রমেন্ট অ্যান্ড ন্যাচরাল রিসোর্স ম্যানেজমেন্ট, পলিসি স্টাডিজ়, ডেভেলপমেন্ট স্টাডিজ় বা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট পদে আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিতে প্রজেক্ট সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, উল্লিখিত বিষয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্যান্য নথি ইমেল মারফত পাঠাতে বলা হয়েছে।
আবেদনকারীদের সঙ্গে ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।