কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রোজেক্টের কাজের জন্য কর্মী নিয়োগ করতে চলছে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দ্বারা স্পনসর্ড বিশেষ প্রোজেক্টের কাজে নিয়োগ করা হবে কর্মী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এবং বায়োফিজিক্স বিভাগের তরফ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োকেমেস্ট্রি/ বায়োফিজিক্স/ মাইক্রোবায়োলজি/ জুলজি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৭ জুলাই ’২৩ ইন্টারভিউ হবে। ওই দিন বেলা ১২টার মধ্যে প্রার্থীকে পৌঁছে যেতে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তি থেকে এবং ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।