প্রতীকী চিত্র।
রাজ্যে কালিম্পং জেলায় চাকরির সুযোগ। জেলার চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস (আইসিডিএস)-এর প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অঙ্গনওয়াড়ি হেল্পার বা সাহায্যকারীর পদে শুধুমাত্র মহিলা কর্মীদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩০টি। এর মধ্যে তফসিলি জাতির জন্য ২০টি, ওবিসি এ বিভাগে ৯টি এবং ওবিসি বি বিভাগে ১টি শূন্যপদ রয়েছে। যে গ্রাম পঞ্চায়েতের জন্য নিয়োগ, আবেদনকারীদের সেখানকার বাসিন্দা হতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সরকারি নিয়ম মেনেই এই পদে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।
কী ভাবে আবেদন করবেন?
কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।