West Bengal Medical Services Corporation Recruitment 2023

রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনে রয়েছে কাজের সুযোগ, কোন পদে, কত বেতনে নিয়োগ?

বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৮:০৬
Share:

প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড-এ অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। অফলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

নিয়োগ করা হবে কনসালট্যান্ট (ফায়ার) বা পরামর্শদাতার পদে। শূন্যপদের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। আবেদন জানাতে পারবেন রাজ্যের দমকল এবং আপৎকালীন পরিষেবা/ কেন্দ্রীয় সরকার/ স্বশাসিত সংস্থা/ প্রতিরক্ষা/ রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত ফায়ার অফিসার/ স্টেশন অফিসার/ সাব অফিসাররা। প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। নিযুক্তদের মাসিক বেতনের পরিমাণ হবে তাঁদের শেষ প্রাপ্ত বেতন থেকে পেনশন হিসাবে প্রাপ্ত অর্থের অঙ্ক বাদ দিয়ে।

আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াও নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসারের কোর্স সম্পূর্ণ করতে হবে। প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং (ফায়ার)-এর ডিগ্রি বা বহুতল বিশিষ্ট ইমারতের অগ্নিসুরক্ষা-সংক্রান্ত জ্ঞানও থাকতে হবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৫ জুলাই। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement