প্রতীকী চিত্র।
জলপাইগুড়ি জেলায় কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, জেলায় অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু ১০ ডিসেম্বর থেকে।
জেলায় ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ পাঁচটি। প্রাথমিক ভাবে এই পদে তিন বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৩,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট অ্যাপ্লিকেশন বিষয়ে দক্ষতা থাকতে হবে।
আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৩ ডিসেম্বর। এর পর সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে নথি যাচাইকরণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।