AIIMS Kalyani Admission 2024

এমস কল্যাণীতে প্রশিক্ষণের আয়োজন, সুযোগ পাবেন স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়ারা

স্বল্পমেয়াদি এই প্রশিক্ষণে রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি বা ‘ন্যাক’ স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়ারা এমস, কল্যাণীর বিভিন্ন বিভাগে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫
Share:

এমস কল্যাণী। সংগৃহীত ছবি।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের সুযোগ। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে তাঁরা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ‘এক্সটার্নশিপ প্রোগ্রাম’ নামক এই প্রশিক্ষণের আয়োজন করা হবে। চলবে ছ’মাস ধরে। প্রশিক্ষণ শুরু ২০২৫-এর জানুয়ারিতে। শেষ জুলাই মাসে। ন্যূনতম এক মাস থেকে সর্বোচ্চ ছ’মাস পর্যন্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। স্বল্পমেয়াদি এই প্রশিক্ষণে রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি বা ‘ন্যাক’ স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়ারা এমস, কল্যাণীর বিভিন্ন বিভাগে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন। তাঁদের মেডিক্যালের স্নাতক বা স্নাতকোত্তরে পাঠরত হতে হবে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে শংসাপত্রও দেওয়া হবে পড়ুয়াদের।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর, মঙ্গলবার। এর পর বাছাই পড়ুয়াদের নথি যাচাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ পড়ুয়াদের যথাসময়ে জানানো হবে। এর পর প্রতিষ্ঠানে গিয়ে নির্বাচিতদের প্রতি মাসে ১০০০ টাকার হিসাবে কোর্স ফি বাবদ নির্ধারিত মূল্যের ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement