যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজে কর্মী নিয়োগ করা হবে। দু’টি পৃথক গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে কর্মীদের। দু’দিন আগেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দু’টি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা জানানো হয়েছে। পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’টি প্রকল্পেই কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-সায়েন্স অ্যান্ড রিসার্চ বোর্ড (ডিএসটি-সার্ব)-এর ‘সিওর’ প্রকল্পের অধীনে পরিচালিত হবে।
দু’টি প্রকল্পেই নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। সব মিলিয়ে শূন্যপদ দু’টি। প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ছাড় থাকবে সংরক্ষিতদের জন্য। প্রকল্পে প্রাথমিক ভাবে দু’বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। দু’ক্ষেত্রেই এই প্রথম দু’বছরে নিযুক্তদের প্রতি মাসে ৩১,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। দু’বছর পর মেয়াদ বাড়লে ফেলোশিপের পরিমাণ হবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে।
উভয় ক্ষেত্রেই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়ো-প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে গেট পাশের শংসাপত্রও। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে দক্ষতা থাকা জরুরি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগামী ১০ নভেম্বর দুপুর ২টো এবং সাড়ে ৩টে থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে কেনা আবেদনপত্র পূরণ করে অন্যান্য নথি-সহ যথাস্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে পারবেন।