ইগনু। ছবি: সংগৃহীত।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নেওয়া হবে। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তবে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। আবেদন জমা দেওয়া যাবে অনলাইনে।
সিনিয়র কনসাল্ট্যান্ট পদে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে নেওয়া হবে দু'জনকে।
নিযুক্তদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর ডিভিশনে কাজ করতে হবে। মাসিক বেতন ৫০ থেকে ৭০ হাজার টাকা।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৮ বছরের মধ্যে হওয়া জরুরি। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা এবং অবসরপ্রাপ্ত হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন প্রক্রিয়া:
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটে হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে আবেদনপত্র। ৫ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।