ISI Kolkata Recruitment 2023

আইএসআই কলকাতায় গবেষণার সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

নিযুক্তদের ফেলোশিপের পরিমাণ হবে ৩১,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৬:০০
Share:

আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। বুধবার সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। এর জন্য আগ্রহীদের অনলাইনেই আবেদন করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের স্যাম্পলিং অ্যান্ড অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ইউনিটের গবেষণার জন্য এই নিয়োগ। নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে তিনটি। নিযুক্তদের অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স/ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স/ ইকনোমেট্রিক্স বিষয়ে গবেষণার কাজ করতে হবে। অস্থায়ী এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। গবেষণার জন্য পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে কাজের ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। এই সময়ে নিযুক্তদের ফেলোশিপের পরিমাণ হবে ৩১,০০০ টাকা প্রতি মাসে।

আবেদনের জন্য প্রার্থীদের স্ট্যাটিস্টিক্স/ ইকনমিক্সে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হতে হবে। স্পেশালাইজেশন থাকতে হবে ইকনোমেট্রিক্সে। এ ছাড়া, ইউজিসি/ সিএসআইআর নেট/ গেট পাশের শংসাপত্র এবং কম্পিউটার প্রোগ্রামিং/ স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ সংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

আগ্রহীদের কভার লেটার এবং জীবনপঞ্জি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে এর জন্য আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ নভেম্বর। বাছাই প্রার্থীদের অনলাইন পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement