আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারোস্পেস নিয়ে পড়াশোনা করা থাকলে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ দিচ্ছে আইআইটি, খড়্গপুর। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র রিসার্চ ফেলোশিপ (এসআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে নেওয়া হবে কর্মী। বিশেষ প্রজেক্টের কাজের জন্য এসআরএফ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোজেক্টটি স্পনসর করছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড। প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) ডিগ্রি থাকতে হবে। অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলেও করা যাবে আবেদন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৯ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।