হিন্দুস্তান কপার লিমিটেড। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীনস্থ সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ বিভিন্ন বিভাগে প্রার্থী নিয়োগ করা হবে। বৃহস্পতিবার সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে। মোট শূন্যপদ রয়েছে ১৮৪টি। মেট (মাইনস), ব্লাস্টার (মাইনস), ডিজেল মেকানিক, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, ড্রাফ্টসম্যান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার-সহ আরও ছ’টি পদমর্যাদায় প্রশিক্ষণ পাবেন নিযুক্তরা। ১৯৬১-এর শিক্ষানবিশি আইন মেনেই নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদন জানাতে পারবেন ১৮ থেকে ২৫ বছর বয়সের প্রার্থীরা। বিভিন্ন পদে প্রশিক্ষণের মেয়াদ এক/ দুই/ তিন বছর। নিযুক্তদের ১৯৬১-এর শিক্ষানবিশি আইন মেনেই বৃত্তি দেওয়া হবে প্রতি মাসে।
প্রতি পদের জন্যই প্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিছু পদের জন্য থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশের শংসাপত্রও। প্রয়োজন শারীরিক ফিটনেসেরও।
পদগুলিতে নিয়োগ হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করার পর পদগুলিতে আবেদন জানাতে হবে সংস্থার ওয়েবসাইটে গিয়ে। জমা দিতে হবে সমস্ত নথিও। আবেদনের শেষ দিন আগামী ৫ অগস্ট। বাছাই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ১৯ অগস্ট। এ সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।